রানা জামানের কবিতা ‘তুমি চলমান গাঁদা সমুদ্দুর’

রানা জামান

তুমি চলমান গাঁদা সমুদ্দুর

গাঁদার মাহাত্ম্য সুঘ্রাণের চেয়ে বর্ণের বাহারে
ফুলের ভেতরে অণু-পরমাণু হলুদ অস্তিত্বে
অনেক লালের মাঝে ব্র্যাঘ্র যেনো গাঁদাফুল

পাপড়ির ঘনত্ব প্রকৃতি নির্যাসে পার্বতী প্রণয়
মৃদুমন্দ বায়ে ঘ্রাণের বিস্তার দৌপদীর শাড়ি
কী আবেশে মুদে থাকে আঁখিজোড়া নিদ্রাদেবী চুমে

গাঁদারং শাড়ি মুড়ে তুমি চলমান গাঁদা সমুদ্দুর
খোপা জুড়ে গাঁদা হলুদের ফুল্ল মেঘের বৈশাখ
আমার চোখের পাপড়ি ঝরে যাক নির্ণিমেষ চেয়ে

হলুদ গাঁদার
      গলার মালায়
             দৃশ্যের নন্দন
                    হলুদিয়া পাখি
                         অন্দরে বাহিরে

বাসর শয্যায় হলুদ গাঁদার নায়াগ্রা প্রপাত!
আমি তুমি তুমি আমি আর গাঁদা ফুল
গাঁদা নিষ্পেষিত হয়ে প্রজন্মের হলুদ কুসুম।

কবি পরিচিতি: রানা জামান একজন অভিজ্ঞ লেখক। দীর্ঘদিন ধরে লেখালেখির সঙ্গে যুক্ত আছেন। কেবল কবিতা নয়-গল্প,উপন্যাস, ছড়া  ও প্রবন্ধসহ সাহিত্যের নানা শাখায় তার সরব পদচারণা তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা ৯১টি। লেখকের দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি দীর্ঘদিন বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি অতিরিক্ত সচিব হিসাবে অবসর নিয়েছেন।

ওমেন্স নিউজ/