আব্দুল খালেকের কবিতা ‘বাংলা ভাষার ফুল’

কবি আব্দুল খালেক

বাংলা ভাষার ফুল

যেমন করে শিমুল পলাশ
আপন মনে ফোটে,
কৃষ্ণচূড়া আগুন মুখে
ঊর্ধ্বাকাশে ছোটে।
হলুদবাটা মাঠের বুকে
দখিন হাওয়া খেলে,
নদীর বুকে ছুটে চলে
নৌকা বাদাম তুলে।
মাঝ দরিয়ায় উদাস মাঝি
ভাটিয়ালি গান গায়,
নোলক পরা কূলবধূ
গুনগুনিয়ে পথ চায়।

যেমন করে দোয়েল কোয়েল
প্রেম-বিরহের গীত গায়,
এই ফাল্গুনে চখাচোখি
প্রেমযমুনায় ফের যায়।
গাছের শাখায় কচিপাতা
নাচে হাসি মুখে,
রফিক শফিক জেগে আছে
সবার বুকে সুখে।

যেমন করে অবুঝ শিশু
হাসে মায়ের কোলে,
আধো আধো বলে কথা
মায়ের মুখের বোলে।
ভাইয়ের স্মৃতি চির দিনই
বোনের হৃদয় জুড়ে,
শহিদ মিনার আজো কাঁদে
মায়ের জমিন ফুঁড়ে।

তেমনি আমি গাঁথবো মালা
বিনিসুতা-সুচে,
বাংলা ভাষার ফুল ছড়িয়ে
মুক্তাকাশের নিচে।

আব্দুল খালেক: কবি ও লিটল ম্যাগের সম্পাদক। প্রকাশিত কাব্যগন্থ চারটি।

ওমেন্স নিউজ/