মেলায় এসেছে বায়েজিদ হোসেনের প্রথম গল্পগ্রন্থ ‘অবেলায় স্টেশনে’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত হয়েছে লেখক বায়েজিদ হোসেনের প্রথম বই 'অবেলায় স্টেশনে'। আনন্দম প্রকাশী থেকে প্রকাশিত বইটি সম্পাদনা করেছেন সজিব তুষার, প্রচ্ছদ করেছেন ফারহা তাহসিন। ৫৬ পৃষ্ঠার বইয়ের মূল্য রাখা হয়েছে ১৬০ টাকা। এটি পাওয়া যাচ্ছে একুশে বইমেলার ৫০২ নম্বর স্টলে৷

বইটি সম্পর্কে লেখক বায়েজিদ হোসেন বলেন, ‘ক্ষুদ্র জীবনের বিচিত্র অভিজ্ঞতার সাথে কিছু ভাব ও রসের মিশ্রনে এই বইয়ের গল্পগুলো রচিত৷ সমাজ বাস্তবতার নিরিখে রচিত গল্পগুলো আশা করি পাঠকদের ভালো লাগবে৷’

ঝিনাইদহ জেলার শৈলকুপায় জন্ম লেখক বায়েজিদ হোসেন গল্প ছাড়াও কবিতা, উপন্যাস ও প্রবন্ধ ও সাহিত্য সমালোচনা লেখেন৷ স্থানীয় ও জাতীয় দৈনিকে দীর্ঘদিন লেখালেখি করছেন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছেন৷

ওমেন্স নিউজ ডেস্ক/