শাহিন চাষীর কবিতা ‘বর্ণমালার শোক’

বর্ণমালার শোক

আজ সকালে
রোদ আর ফুল ঠেলে
অদৃশ্য মেঘে ছেয়ে গেল মনের আকাশ,
আমার অশ্রুর অক্ষরে লেখা
সে ব্যথার ভূগোল, জ্যামিতি, ইতিহাস…!

বাতাসে কান পেতে
অবাক বিস্ময়ে শুনে গেছি-
   অ এর কান্না, আ এর দীর্ঘশ্বাস
   ই এর বিলাপ, ঈ এর হাহুতাশ
উ, ঊ, ঋ, ৯
মন খারাপের খোলা বারান্দায়;
এ, ঐ, ও, ঔ-
বিষণ্ণ ব্যস্ত স্বজনের সান্ত্বনায়।

বাইরে তাকালাম,
দেখলাম একাগ্র আনমনে-
    দুঃখে কাতর ক এর পরিবার,
    চ এর বংশে নিদারুণ হাহাকার,
ট ও ত এর সমাজ
মৌন নীরব প্রতিবাদী পদযাত্রায়;
প বোসে আছে-
অনুসারী সহ, সমবেত শোকসভায়।

হাঁটলাম পথ ধরে
চারিদিক স্যাঁতসেঁতে গুঞ্জন-
   য, র, ল, শ ক্ষোভে গোঙায়,
   ষ, স, হ, ড় দ্রোহের ব্যঞ্জনায়,
ঢ়, অনুস্বর, বিসর্গ-
বিপ্লবের মন্ত্রে ভয়ানক বেসামাল;
চন্দ্রবিন্দু আর ক্ষ
সাদা কাফনে কাটায় অনশন কাল।

আমি গেলাম
একে একে সবার কাছে,
শুনলাম সবার ব্যথার রহস্য
      বুকের বোতাম খোলা মমতায়;
অশ্রুর উচ্চারণে বর্ণমালার ধ্বনি-
একুশ কী শুধুই এক তারিখ
     তোমাদের পঞ্জিকার পাতায়?

কবি পরিচিতি: শাহিন চাষী দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন। ইতিমধ্যে তার তিনটি কবিতার বই বেরিয়েছে। তিনি অধ্যাপনা পেশার সাথে জড়িত।

ওমেন্স নিউজ/