মেলায় এসেছে কাজী দিলরুবা রহমানের গল্পগ্রন্থ ‘নিষিদ্ধ সুগন্ধি’

একুশে বইমেলায় এসেছে কাজী দিলরুবা রহমানের একক গল্পগ্রন্থ 'নিষিদ্ধ সুগন্ধি’। এটি প্রকাশ করেছে 'নন্দিনী সাহিত্য ও পাঠচক্র'। এতে মোট দশটি ভিন্ন স্বাদের গল্প রয়েছে। ৬৪ পৃষ্ঠার বইটির দাম ২০০ টাকা, পাওয়া যাচ্ছে বইমেলার ৭৫৮ ও ৩৭৫ নং স্টলে।

বইটি সম্পর্কে লেখক কাজী দিলরুবা বলেন, এর প্রত্যেকটি গল্পের প্রেক্ষাপট ও আঙ্গিক ভিন্ন। এসব গল্পে একদিকে তিনি যেমন সমাজ বাস্তবতার কথা বলেছেন, অন্যদিকে জীবনের বাঁকে পরে থাকা অবসরে কল্পনার জ্যোস্নায় কখনও কখনওভেসে যাওয়ার মাধুর্যের ভাবনাও রেখেছেন। অপ্রাপ্তির মধ্যে থেকেও কিছু প্রাপ্তি খোঁজার তাগিদের কথাও বলেছেন লেখক তার কয়েকটি গল্পে।

কাজী দিলরুবা রহমানের জন্ম জেলা বরিশাল এবং বেড়ে উঠা ঢাকায়। পড়াশুনা করেছেন উদ্ভিদ বিজ্ঞানে। বেশ কিছু বছর যাবত লেখালেখির সাথে যুক্ত তিনি। বিভিন্ন সাহিত্য পত্রিকা এবং পোর্টালে  তার লেখা নিয়মিত প্রকাশ পেয়ে আসছে অনেক দিন থেকে। এ পর্যন্ত তার প্রকাশিত গ্রন্থের সংখ্যা পাঁচটি। এ বছর বইমেলায় দুটি নতুন গ্রন্থ প্রকাশিত হয়েছে।

ওমেন্স নিউজ ডেস্ক/