কলকাতা বইমেলায় ‘কবি শঙ্খ ঘোষ মঞ্চ’ উদ্বোধন

ছবি-সংগৃহীত

কলকাতা বইমেলায় বুধবার (২ মার্চ) সন্ধ্যায় বাংলাদেশের পরম বন্ধু ভারতের প্রখ্যাত কবি শঙ্খ ঘোষের নামে মঞ্চের উদ্বোধন করেন বাংলাদেশের কবি ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী।

কলকাতা বইমেলায় লিটল ম্যাগাজিন প্যাভেলিয়নের পাশে ‘কবি শঙ্খ ঘোষ মঞ্চ’-এর উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুম্বাইয়ের নাট্যব্যক্তিত্ব শিবাজী সেনগুপ্ত, গিল্ডের সম্পাদক ও লেখক ত্রিদিব চট্টোপাধ্যায়, গুরুচণ্ডালীর কর্ণধার ও লেখক সৈকত বন্দ্যোপাধ্যায়, কবি শঙ্খ ঘোষের কন্যা ও লেখিকা সেমন্তী ঘোষ, কবি অধ্যাপক অভীক মজুমদার, কবি প্রসূন ভৌমিক, প্রকাশক ও লেখিকা রূপা মজুমদার, রাজ্যের মন্ত্রী ও লেখক ড. হুমায়ুন কবীর, গিল্ডের সভাপতি প্রকাশক সুধাংশু শেখর দে, ঔপন্যাসিক সাংবাদিক প্রচেত গুপ্ত,  বাংলাদেশের বিশিষ্ট কবি তারিক সুজাত, প্রকাশক অপু দে প্রমুখ। অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন  সহজ মানুষ তীর্থ, ড. আকিকুল ইসলাম, জয়শঙ্কর, প্রাণেশ সোম।

২৮ ফেব্রুয়ারি থেকে শুরু কলকাতা বইমেলা

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে এবারের বইমেলায় বাংলাদেশকে নিয়ে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত চলা এ বছরের কলকাতা আন্তর্জাতিক বইমেলা বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হয়েছে। থিম কান্ট্রি করা হয়েছে বাংলাদেশকে। সুদৃশ্য বাংলাদেশ প্যাভেলিয়নে প্রতিদিন ভিড় করছেন পশ্চিমবঙ্গের বিপুলসংখ্যক পাঠক।

কোভিড বিধি মেনে গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক কলকাতা বইমেলা-২০২২। চলবে ১৩ মার্চ পর্যন্ত। গত দু’বারের মতো এবারও মেলার ফোকাল থিম কান্ট্রি বাংলাদেশ।

ওমেন্স নিউজ ডেস্ক/