হোমায়রা হুমার বিশেষ কবিতা ‘শুভ জন্মদিন শেখ মুজিব’

শুভ জন্মদিন শেখ মুজিব

তোমার জন্মে পবিত্র হলো বিজয়িনী বাংলা, এটেল মাটির শক্ত জমিনে
এঁকেছিলে স্বাধীন পতাকা, পদ্মা মেঘনা যমুনার ঢেউয়ে ছিল যে শঙ্কা, বিউগলে তখনই তরঙ্গিত হলো,
বিদেশি শাষকদের পরাজয়ের রণডঙ্গা ;
 
ব্রিটিশ-পাকির যবনিকাপাত, ধীরোজ কৌশলী তোমার এনেছে বিজয়কেতন ,
আজীবন কেটেছে আন্দোলনে, জেল জুলুমে জীবন,
মামলা আগরতলায় জেলমুক্তি তোমার গড়েছে ইতিহাস আত্মত্যাগ সুমহান,
জয় জয় জয় জয়
তুমি শেখ মুজিবর রহমান ;

একে ফজলুল হক, মাওলানা ভাসানী, সোহওয়ার্দীর প্রতিজ্ঞ সৎসঙ্গতে, ক্রমে জেগেছে দেশপ্রেম তেজদীপ্ত চেতনায়, ঐ পথ ধরে মেহনতি জনতার মুক্তির তেজ জ্বলিয়েছ তুমিই, সহজ সরল বাঙালি প্রজন্মের শেকড় থেকে শিখড়ে ;

বজ্রকন্ঠ মুষ্ঠবদ্ধ তর্জনীর প্রকাশ্য ইশারায়, জেগেছে বাঙালি মিছিলে মিছিলে, মাঠ পথ ঘাটে ধ্বণিত হলো মুক্তির শ্লোগান,
পড়েছে ঝাঁপিয়ে যুদ্ধজয়ের দৃপ্তচেতনায়;

মুক্তিযুদ্ধে নয়মাসে নিয়াজী ভুট্টো হেরেছে, দিয়েছে অস্ত্র ফেলে, স্বাধীন হয়েছে পতাকা, মাটি ও দেশ; আমার বাংলাদেশ:

তুমি চিরঞ্জীব,
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি
তুমি শেখ মুজিব…

 

হোমায়রা হুমা

হোমায়রা হুমা: কবি, লেখক মানবাধিকার কর্মী   

ওমেন্স নিউজ সাহিত্য/