অরুণ বর্মনের কবিতা ‘কবির চোখ’

অরুণ বর্মন

কবির চোখ

কবির চোখে হীরক দ্যুতি
দেখে সবই ভিন্নতায়,
আমরা যাহা স্থুল দেখি
কবি খোঁজে কাব্য তায়।

আমরা দেখি সাদা কালো
সবুজ হলুদ লাল বা নীল,
কবির নজর বর্ণাঢ্যময়
দেখে ধূসর শঙ্খচিল।

আমরা দেখি মেঘের ঘটা
ঝরছে বৃষ্টি সারাদিন,
কবি দেখে কালো মেয়ে
কাঁদছে বসে রাত্রি দিন।

আমার দেখায় সর্ষে ফুলে
মাঠ ছেয়েছে শীত অন্তে,
কবির চোখে হলুদ হাসির
বান ডেকেছ দিগন্তে।

অনুভবের চোখে কবি
জগৎ দেখে কাব্যময়,
আমার দেখা কবির দেখার
মধ্যে অনেক তফাৎ রয়।

আমার দেখা প্রকাশ করি
নগণ্য এক বর্ণনায়,
কবির প্রকাশ রসময়ে
শব্দে বর্ণে ব্যঞ্জনায়।

কল্পনারই আল্পনাতে
আঁকেন কবি কাব্যালোক,
কলমে রয় তার মুক্তির গীত
কবির কলম সত্য হোক।

কবি পরিচিতি: কবি অরুণ বর্মনের জন্ম ৬ সেপ্টেম্বর ১৯৭৩ সালে, খুলনা জেলার দাকোপ থানাধীন চান্নির চক গ্রামে। তিনি ছাত্র জীবন থেকেই সাহিত্য চর্চা করে আসছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ দুটি-‘রক্তে মুজিব’ ও ‘কচিকাঁচার সন্দেশ’। এছাড়াও বেশ কিছু যৌথ কাব্যগ্রন্থে তার কবিতা রয়েছে। বর্তমান তিনি যশোর সদর থানাধীন আমদাবাদ কলেজে শিক্ষকতা করছেন।

ওমেন্স নিউজ/