আবু সাইদ কামালের কবিতা ‘কবি ও কবিতা’

আবু সাইদ কামাল

কবি ও কবিতা

কর্মস্থলে জাপটেধরা ব্যস্ততা দু’হাতে ঠেলে
বাইরে বের হলাম যখন
ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে
রাস্তায় কবির দেখা পাই
বলে, চলো হাঁটি…!
সুধালাম, কোথায় যাবেন, কবিতার খোঁজে?
কবি নিরত্তর, শাসিত নদের পাড় ধরে
দুজন সন্ধ্যার অন্ধকারে হাঁটি।

নদীর কিনারে অনুপম সৌন্দর্যের নৃত্যে
যখন বিভোর হয়
ধ্যানী কবি তার কবিতার দেখা পায়
কর্মজীবী মাকে দুগ্ধপোষ্য শিশু
দিবসের শেষে কাছে পেয়ে
মায়ের দুধেল বুক যেমনি আঁকড়ে ধরে
মা-ও অপলক চেয়ে দেখে প্রাণাধিক সন্তানের মুখ
তেমনি পুলকে কবিও তার কবিতাকে খুঁজে পায়।

কবি পরিচিতি: আবু সাইদ কামাল (জন্ম  ৫ জানুয়ারি ১৯৫৯ সালে, ময়মনসিংহ জেলায়) লিখছেন প্রায় তিন যুগ ধরে। সত্তর দশকে কবিতা দিয়ে শুরু করলেও লেখক হিসেবে আত্মপ্রকাশ নব্বইয়ের দশকে। নিয়মিত লিখে যাচ্ছেন গল্প, উপন্যাস,  প্রবন্ধ, কবিতা, শিশুতোষ গল্প ও ছড়া। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৩০ টি।

ওমেন্স নিউজ/