কমললতা নূরের কবিতা ‘শতরূপে’

কমললতা নূর

শতরূপে

তোমায় ঘিরে আজ কত পাখির গান
মোহনায় মোহনায় কত কলতান।
কত কবি দেখে তোমায়
এলো চুলে উতল হাওয়ায়।
কত চিত্রকর আঁকে তোমায়
কামনা মেঘের ভ্যালায়।
নব চন্দ্র নব সূর্য স্নান করে তোমার রুপের জলে
আর আমি কল্পনার সমরাজ্যে
তোমায় বাঁধি শতরুপে অশ্রু দাবানলে।  
গোধূলির রঙে একাকী ভাবি আনমনে
এখনো কি আমার কবিতায় তোমার অশ্রু আনে।
গভীর নিশীথে মুষল বৃষ্টির সুর কানে এলে
এই বুঝি তুমিও আছো বৃষ্টির প্রেমে আঁখি মেলে।
রাত-ই জানে রাতের গভীরতা
তুমি জানো না আমার ব্যকুলতা।
যে আঁখি দেখিতে পায়না তোমারে মন দেখে বারবার,
যে তুমি লুকিয়ে আছো হৃদয়ে
কত ছলে খুঁজিয়া আনি আপনার।

কবি পরিচিতি: কমললতা নূরের জন্ম ১৯৮০ সালে, বাগেরহাট জেলায়। তার বেড়ে ওঠা ও পড়াশোনা,(বি,এ,অনার্স বাংলা) জন্মস্থান বাগেরহাটে-ই।  কবিতা ও উপন্যাস লেখার পাশাপাশি ফটোগ্রাফি তার অন্যতম শখ। বিভিন্ন অনলাইন পত্রিকা ও ম্যাগাজিনে নিয়মিত প্রকাশিত হয় তার লেখা। এবছর একুশে বইমেলায় এসেছে তার প্রথম কাব্য গ্রন্থ ‘ফাগুনের পরাগ’।

ওমেন্স নিউজ/