বিলকিস সুলতানা শিরির কবিতা ‘পুরাতন ঠিকানায়’

বিলকিস সুলতানা শিরি

পুরাতন ঠিকানায়

মনের বয়সটা আমার কখনই বাড়ে না।
এখনও আগের মতোই উচ্ছলতা
এখনও আগের মতোই হাসি আর কান্নার সুরে
কোনই পরিবর্তন নেই।
অনেকে বলে বয়স তো অনেক হলো,
আমি বলি কি আর এমন বয়স আমার!
এখনও আমার স্বপ্নের জানালা খোলাই হলো না,
এখনও আমি কল্পনায় ভ্রমন করি বিশ্ব জগৎ।
এখনও আমার ভালোলাগে চৈতি দুপুর,
বর্ষার রিমঝিম বৃষ্টির সুরে মন চলে যায় বহুদূর।
এখনও নবযৌবনা অঘ্রানের ভরা  ক্ষেতে ব্যাকুল হয়ে ছুটে যাই,
এখনও কল্পনায় তারা ভরা আধাঁর রাতে সাগরের বিশুদ্ধ জলে স্নান করে ধন্য করি জীবন।
এখনও রাজপথে হেঁটে যাই অকারণ,  

শুনশান নিস্তব্ধ ঘর, ঘরের দেয়ালে এঁকে যাই
নিজেরই প্রতিচ্ছবি।
এখনও আমার ভালো লাগে গভীর রাতে খোলা ছাদে একাকী সময়।
এখনও আমার টেবিলে এক পাহাড় বই সারাক্ষণ।
এখনও আমি গান ভালোবাসি
কখনও কখনও গানের মাঝেই কেটে যায় সময়।
লাল, নীল আর সবুজ এখনও আমার  প্রিয় রঙ।
সময় ঘড়িটা ছুটে চলেছে দ্রুত,
কিন্তু আমি তো এখনও আগের মতোই
দাঁড়িয়ে আছি সেই পুরাতন ঠিকানায়।

ওমেন্স নিউজ/