সুলতানা রিজিয়ার কবিতা ‘শৈশববেলার কানামাছি’

সুলতানা রিজিয়া

শৈশববেলার কানামাছি

পূব সিঁথানে উদার আকাশ সূর্য স্নানে
উড়ন্ত ডানায় কিরণ মেখে গাইছে পাখি
সবুজ বিথি জারুল ফুলের পরাগ মেখে
হীরক শিশির আপনহারা ছড়িয়ে আলো
জীবন ঘড়ির সময় কাটাঁ নেই তো থেমে
আপন খেয়ায় দিচ্ছে পাড়ি সাত সমুদ্দুর
বুকের খাঁচায় নিত্য জমে ক্লেদের পাহাড়
আট কুঠুরির নয় দরজায় জং ধরিয়ে।

রোদন জলে শ্যাওলা জমা দুখের তোড়ে
রেশমি শাড়ি নীলাম্বরী শতছিন্ন ময়ূরকণ্ঠী
নিদ্রাহরা জ্যোৎস্না পুড়ে চাঁদের বুকে ভূবন
মাঝে আপন ঠাঁই উন্মুল স্রোতে পরিযায়ী
পথ হারিয়ে মায়ার হাটে বিকিকিনি মত্ত
নেশা বিবেকহারা যাচ্ছে ছিঁড়ে জন্মগ্রন্থি
শেষবেলাতে পাড়ের কড়ি খোঁজ তালাশে
শৈশববেলার কানামাছি ঝিম ধরে রয়।

সোনার কাঠি রূপার কাঠির মায়াপুরি
পক্ষ্মীরাজে নিত্য যাওয়া উদাস দুপুর
কলাবেণী দোদ্যুল দোলায় সন্ধ্যামনির
বুকের খাঁচায় উঠতো জ্বলে সপ্তপ্রদীপ
একজনমের আতরসুবাস বিনিসূতোয়
শস্যশ্যামল গুলবাগিচা বিভোর প্রণয়
সংখ্যায় বাঁধা জীবন পাখি ঘুরে দাঁড়ায়
সব হারানোর দুঃখ ভুলে ফেরার পথে।

সুলতানা রিজিয়া: কবি, লেখক, প্রাবন্ধিক, সংগঠক ও প্রকাশক। তিনি দীর্ঘদিন ধরে ‘নন্দিনী’নামক একটি সাহিত্য পত্রিকা বের করছেন। এছাড়া তার রয়েছে প্রকাশনা হাউস সম্রাজ্ঞী। তার প্রকাশিত মৌলিক গ্রন্থ ৩১ টি। সাহিত্য ও সাংগঠনিক অবদানের জন্য পেয়েছেন ত্রিশটির বেশি সম্মাননা পদক।

ওমেন্স নিউজ/