হোমায়রা হুমার কবিতা ‘জলছাপ’

হোমায়রা খাতুন

জলছাপ

ঝরাপাতায় শূণ্যতার পদধ্বনি শুনছি নিযুতকাল, আবেগী কবিতার ছন্দপাত, চিরকুট লিখেই সময় গিয়েছে চলে বয়েসী ধার,

বরাবর বৎসরি মিলনে তীব্র প্রতিক্ষি বুননে গাথা পান্ডুলিপি রেখে ঐ স্বার্থের পকেটে, চটকদার প্রচ্ছদ এঁকেছ অক্ষরবৃত্তীয় কবিতার প্লটে,
আহ্, কি করে উদ্যান আকাশে নির্দ্বিধায় উড়ায়েছ মসৃণ চকচকে কপোলের ছুপছুপ নষ্ট জলছাপ!

সবুজ দূর্বাঘাসে ফুঁটেছে ফুল প্রত্যয়ী বিরঙ্গনার; নতজানু হয়ে ক্ষমা চাওনি তো, তুমি কি মিথ্যে দম্ভের জয়িতা ?
শোনো,
কখনোই প্রেম মরে না, ওগো মাস্তুলবাহী হৃদয়হীনা !

হোমায়রা হুমা: কবি, লেখক ও মানবাধিকার কর্মী।   

ওমেন্স নিউজ/