আজ বিশ্ব চিকিৎসক দিবস

বিশ্ব চিকিৎসক দিবস

আজ ৩০ মার্চ, বিশ্ব চিকিৎসক দিবস আজ। চিকিৎসা সেবা এবং স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার রোগীর সম্পর্ক দৃঢ় করার উদ্দেশ্য নিয়ে প্রতিবছর বিশ্বের বিভিন্ন দেশে এ দিবসটি পালিত হয়ে থাকে।

তবে উপমহাদেশের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পহেলা জুলাই চিকিৎসক দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

১৯৩৩ সালের ৩০ মার্চ এই দিবসটি পরিচিতি পায়। এ সংক্রান্ত এক অনুষ্ঠানে প্রথম এ দিবসের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে ডাক্তার রোগীর সম্পর্কের বিষয়টি ব্যাপকভাবে আলোচিত হয়।

১৯৯০ সালে ৩০ অক্টোবর মার্কিন রাষ্ট্রপতি জর্জ বুশ (সিনিয়র) সেদেশে ৩০ মার্চকে জাতীয় ডাক্তার দিবস পালনের জন্য আইন পাস করেন।

যুক্তরাষ্ট্রে ১৮৪২ সালের ৩০ মার্চ শল্য চিকিৎসায় প্রথম ইথার অ্যানেস্থেসিয়া ব্যবহার করেছিলেন ডা. ক্রফোর্ড ডব্লিউ লং। ঘটনাটি স্মরণীয় করে রাখতে সেই দিনটিকেই তারা বেছে নিয়েছিলেন। উদ্দেশ্য ডাক্তারি পেশাটাকে সম্মান জানানো। সেবা দিয়ে রোগীদের সারিয়ে তোলা এবং এসব মহতী মানুষদের কার্ড, ছোটো উপহার কিংবা সংবর্ধনা ইত্যাদি দিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা।

ওমেন্স নিউজ ডেস্ক/