দেশে নারীর প্রতি সহিংসতা বাড়ছে

প্রতীকী ছবি

বাংলাদেশে মার্চে নারী ও শিশুদের ওপর প্রায় ৩৯৭টি মতো সহিংসতার ঘটনা ঘটেছে যা আগের মাসের তুলনায় বেশি।

বৃহস্পতিবার (৩১ মার্চ) মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশনের (এমএসএফ) তাদের মাসিক মানবাধিকার পর্যবেক্ষণ প্রতিবেদনে এ তথ্য জানায়। এছাড়া ফেব্রুয়ারিতে সারাদেশে এ ধরনের ঘটনার সংখ্যা ছিল ৩৬৫টি।

গণমাধ্যমের প্রতিবেদন ও এমএসএফের সংগৃহীত তথ্য অনুযায়ী, ধর্ষণ, হত্যা ও পারিবারিক সহিংসতার মতো ঘটনার সংখ্যা আগের মাসের তুলনায় বেড়েছে। এটি খুবই উদ্বেগজনক বলে এমএসএফের প্রতিবেদনে বলা হয়েছে।

নারী ও শিশু নির্যাতনের ঘটনার মধ্যে ৬৯টি ধর্ষণের ঘটনা, ২৩টি সংঘবদ্ধ ধর্ষণ, তিনটি ধর্ষণের পর হত্যা ও ছয়টি শারীরিক প্রতিবন্ধী শিশু ও কিশোরী ধর্ষণের ঘটনা ঘটেছে। ৬৯টি ধর্ষণের ঘটনার মধ্যে ৫৩ জন শিশু ও কিশোরী ধষর্ণের শিকার হয়েছে এবং ২৩টি সংঘবদ্ধ ধর্ষণের শিকারের মধ্যে সাত জন কিশোরী রয়েছে।

এছাড়া ৩৬ জন শিশু ও কিশোরীসহ প্রায় ৯৬ জন নারী আত্মহত্যা করেছেন। মার্চ মাসে আটটি রহস্যজনক মৃত্যুসহ প্রায় ৮১টি হত্যার ঘটনা ঘটেছে এবং এর মধ্যে ২৭ জন শিশু ও কিশোরী রয়েছে।

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিশোধ, পারিবারিক কলহ, যৌতুক, প্রেমঘটিত কারণে এই সব হত্যার ঘটনা ঘটেছে।

ওমেন্স নিউজ ডেস্ক/