বিবেক পালের কবিতা ‘তোমার প্রত্যাশায়’

বিবেক পাল

তোমার প্রত্যাশায়

তুমি আসবে বলেই কৃষ্ণচূড়ার ফুলগুলো
ঝড়ে যায়নি
তুমি আসবে বলেই স্বপ্নেরা জেগে রয়
অন্তহীন পথচলায়–
তুমি আসবে বলেই মড়া-গাঙে ভাসায় তরী
পরাণ-মাঝি–
তুমি আসবে বলেই ঝরা পাতায় বসন্তের
বজ্র-ধ্বনি–
তুমি আসবে বলেই স্বপ্ন-কুসুমে দিবা-রাত
গন্ধে বিভোর–
তুমি আসবে বলেই জন-হেনরির হাতুড়ি ঘায়ে-
ঘায়ে নোনা ঘাম ঝরে অবিরত–
তুমি আসবে বলেই আষাঢ়ে মাটি ভিজে কোমল,
ফসলের শীষে দুধ জমে–
তুমি আসবে বলেই রাজপথ মিছিলের পদভারে
কাঁপে থরথর–
তুমি আসবে বলেই যন্ত্রণা-বিদ্ধ মানুষ,
মৃত্যকে করে পরাজিত–
তুমি আসবে বলেই আনন্দে আত্মহারা, অশ্রুজলে সময়-
তুমি আসবে বলেই পূব-আকাশ আনন্দ-সিক্ত রঙিন।

ওমেন্স নিউজ সাহিত্য/