রোকসানা মমতাজের কবিতা ‘স্পর্শ’

রোকসানা মমতাজ

স্পর্শ

উথাল পাথাল করা মনটা যখন
মেঘাচ্ছন্ন আকাশের মত ঘন অন্ধকারাচ্ছন্ন
হয়ে আসে, তখন মনে হয় আমার মাথায়
ভালবাসার একটি অদৃশ্য স্পর্শ
সযত্নে আমার চুলের মাঝে বিলি কেটে
যাচ্ছে।
আমি গভীর থেকে গভীরতরো তন্দ্রাচ্ছন্ন
হয়ে পড়ি, প্রতি দিনের কষ্টগুলো
বুকের মাঝে জমতে জমতে পাহাড় সমান
হয়ে যায়, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়।
মনের অজান্তেই দুঃখ গুলো
অশ্রু হয়ে গাল বেয়ে পড়তে থাকে,
বৃষ্টির ধারার মত……!
মনে হয় কে যেন স্বযত্নে অশ্রু গুলো
ভালবাসার রুমাল দিয়ে মুছে দিচ্ছে।
আমি একটি স্পর্শ অনুভব করি,
যে স্পর্শ আমার কর্ম বিমুখ মনটাকে,
স্বজীব প্রানবন্ত সদাহাস্যউজ্বল করে তেলে।
নতুন দিনের কর্মউদ্বীপনায় উজ্জিবীত করে
তোলে। বন্ধুর পথ গুলো মসৃন করে দেয়।

রোকসানা মমতাজ: কবি ও গল্পকার। এপর্যন্ত তার আট থেকে দশটা কবিতা ও গল্পের সংকলন বেরিয়েছে। দুইটা কাব্যগ্রন্থ প্রকাশের অপেক্ষায়।

ওমেন্স নিউজ/