মোঃ মোস্তাফিজুর রহমানের কবিতা ‘পূণ্যময় রমজান’

মোঃ মোস্তাফিজুর রহমান

পূণ্যময় রমজান

মাহে রমজান বরকতময়
বলেছে যে কুরআন,
মানলে সকল বিধিনিষেধ
তাজা হয় যে ইমান।

রমজানেতে হয় যে নাজিল
পবিত্র কুরআন,
যার ভেতরে পূর্ণ আছে
জীবনেরই বিধান।

সকল ফরজ মুমিনগণের
রমজানে পায় পূর্ণতা,
ভরে উঠে কানায়-কানায়
যতই থাকুক শূণ্যতা।

রমজানে মিলে শবে-কদর
সহস্র মাসের সেরা,
যাকাত ফিতরায় ধনী-নির্ধন
যেন মমতায় ঘেরা।

কবি পরিচিতি: মোঃ মোস্তাফিজুর রহমান নিয়মিত কবিতা লিখছেন। পাশপাশি লিখছেন ছড়া ও ছোটগল্প। ইতিমধ্যে তার একটি যৌথ কবিতার বই বেরিয়েছে।

ওমেন্স নিউজ/