সুরাইয়া চৌধুরীর কবিতা ‘স্বপ্ন কল্প ময়’

সুরাইয়া চৌধুরী

স্বপ্ন কল্প ময়

কী ভীষণ নিরাকার নিরুদ্বেগ সময়টা যেন
মনে হয় বসে আছি মহাশূন্যের নিকোনো উঠোনে।
ছায়াপথ, নক্ষত্রবাড়ি, মেঘের সাগর তীরে নাও ভাসে
তীর জুড়ে বনবিথী নারকেল পাতা দোলে সাগর বাতাসে।
সারাদিন ঘুমিয়ে থাকা পূর্ণপ্রাপ্ত পূর্ণিমার চাঁদটা
টুপ করে বেরিয়ে এল আকাশের জানালাটা খোলা পেয়ে।

পৃথিবীতে আজ যেন নেই কোন অযথা খোড়াখুড়ি দিন
হবেনা ভাঙচুর, অহেতুক ভুল ভাল, প্রথাভাঙা বাণী
পরে থাক অন্ধকারের অশুভ দিনলিপি লেখা।
সময়ের ভুল পথে কঠিন পাহারা, শক্ত বেরিকেড
 ভুল করে ঐ পথে যাবেনা দিক ভ্রান্ত বাতাসের ঢেউ।

আমি কী কল্প লোকে স্বপ্নের চাবি কাঠি হাতে
নিরাকার শূন্যতায় বসে বসে গল্প সাজাই?
শূন্যতায় ভর তবু , পবিত্র পঞ্জিকা পূর্ণতার
দারুণ কল্পময় স্বপ্নভরা জগৎটা হোক সবার।

কবি পরিচিতি :সুরাইয়া চৌধুরী কবি, ছড়াকার, গল্পকার। লিখছেন সত্তরের দশক থেকে। শিক্ষকতা করেছেন  ভিকারুননিসা নূন স্কুল  এন্ড কলেজে। অবসরে লেখালেখি নিয়েই  ব্যাস্ত  আছেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থ  ছয়টি, প্রকাশিত বইয়ের সংখ্যা দশ।

ওমেন্স নিউজ/