তির্যক
যে দৃশ্যটা জ্বলজ্বল করছে
তোমার চোখের সামনে,
তার বাহিরেও অন্য কিছু
নয়তো? দৃপ্তাসনে।
তাকাও তুমি তির্যক দৃষ্টে
খুঁজো অন্য কিছু,
অনাকাঙ্ক্ষিত সে অমানিশা
নেবে হয়'তো পিছু!
চোখে তোমার দেবে ধুলো
মনেতে ভর্তি গরল,
কুপোকাত করবে চিরতরে
তুমি যে অতি সরল।
তোমার মতো অন্যকে তুমি
ভেবো না সহজ করে,
সুযোগে দিবে চরম বিষাদ
তোমায় টুঁটি ধরে।
সুজলা-সুফলা শস্য-শ্যামলা
কতো সুন্দর দেখো,
সমুদ্র-বাদাবন ঘুরার ফাঁকে
জীবন বিনাশ লেখো!
অন্তর থেকে উপলব্ধি করো
বার-বার দেখার পরেও,
উন্মোচন করো তির্যক নয়ন
বাহির কিংবা ঘরেও!
কবি পরিচিতি: মোঃ মোস্তাফিজুর রহমান নিয়মিত কবিতা লিখছেন। পাশপাশি লিখছেন ছড়া ও ছোটগল্প। ইতিমধ্যে তার একটি যৌথ কবিতার বই বেরিয়েছে।
ওমেন্স নিউজ সাহিত্য/
লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন