আবু সাইদ কামালের কবিতা ‘দুঃখের অধ্যায় মেলে ধরে’

আবু সাইদ কামাল

দুঃখের অধ্যায় মেলে ধরে

কয়েক বছর পরে শেকড়ের টানে
গ্রামের বাড়িতে যাই নানাবিধ যানে।
মাঘ মাসে গাঁয়ে বেশ শীতের প্রকোপ,
রাতে হিমেল বাতাস ঝেড়ে যায় ক্ষোভ।
উত্তরে পাহাড় ঢাকে ঘন কুয়াশায়,
দিন-রাত ডুবে থাকে যেনো ধোঁয়াশায়।
রাতের ভয়াল শীতে চুলাপাড়ে বসে,
স্বজনেরা অতীতের কত অঙ্ক কষে।
কৃষাণীরা পিঠা-পুলি বানায় উল্লাসে,
হাস্য রসে গল্প করে, প্রাণ খুলে হাসে।
গল্পের আসর জমে আগুনের তাপে,
বিষন্ন বাতাসে রাতে কলাপাতা কাঁপে।
কাঁদায় করুণ রসে মা-বাবার স্মৃতি,
এভাবে জমাট বাঁধে স্বজনের প্রীতি।
রাতে দুঃখের অধ্যায় মেলে ধরে ধরে
বিনিদ্র কাটায় রাত ওরা গল্প করে।
সকালে বিদায় বেলা কাঁদে বড় বোন,
বলে, ভাই রে আমার একটি কথা শোন।
গ্রামে এসে দেখে যাইস যতদিন আছি
বাড়ছে বয়স জানি না কতদিন বাঁচি।

কবি পরিচিতি: আবু সাইদ কামাল (জন্ম  ৫ জানুয়ারি ১৯৫৯ সালে, ময়মনসিংহ জেলায়) লিখছেন প্রায় তিন যুগ ধরে। সত্তর দশকে কবিতা দিয়ে শুরু করলেও লেখক হিসেবে আত্মপ্রকাশ নব্বইয়ের দশকে। নিয়মিত লিখে যাচ্ছেন গল্প, উপন্যাস,  প্রবন্ধ, কবিতা, শিশুতোষ গল্প ও ছড়া। প্রকাশিত গ্রন্থ সংখ্যা ৩০ টি।

ওমেন্স নিউজ সাহিত্য/