কোনটা বেশি উপকারী, ময়েশ্চারাইজার না বডি লোশন?

ছবি-সংগৃহীত

স্কিন বা ত্বক ভালো রাখতে নিয়মিত ত্বকের যত্ন নেওয়া প্রয়োজন। এর যত্নে অনেকেই বাজারের বিভিন্ন প্রসাধনী ব্যবহার করে থাকেন। সারা বছরজুড়ে ত্বকের পরিচর্যায় ময়েশ্চারাইজার এবং বডি লোশন ব্যবহার করে থাকেন অনেকেই। এই দুটি প্রসাধনী ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। কিন্তু ত্বকের জন্য কোনটি বেশি উপকারী সেটা আগে জানা প্রয়োজন।

ত্বকের তেলগ্রন্থিগুলি বয়সের সঙ্গে সঙ্গে কার্যক্ষমতা হারাতে থাকে। ফলে ত্বক প্রাণহীন ও শুষ্ক হয়ে যায়। ময়েশ্চারাইজার ত্বকে তেলের পরিমাণ বজায় রাখতে সাহায্য করবে। আপনার স্কিন তৈলাক্ত হলে তেল নেই এমন ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

অন্য দিকে, আবহাওয়ার তাপমাত্রার কারণে কনুই, হাঁটুর অংশের ত্বক ক্ষয় হতে শুরু করে। এমন হলে বডি লোশন ব্যবহার করুন। এতে ত্বকের উজ্জ্বলতা বাড়ে। তবে ভুলেও মুখে বডি লোশন ব্যবহার করবেন না। ময়েশ্চারাইজার ত্বকের প্রতিটি কোষে কোষে ঢুকে ক্ষত নিরাময় করে। কিন্তু বডি লোশন হালকা। এতে জলের পরিমাণ বেশি থাকায় ত্বকের উপরিতলের ক্ষত নিরাময় করে।

শুষ্ক ত্বকের আর্দ্রতা বজায় রাখতে ময়েশ্চারাইজার ব্যবহার করা জরুরি। এমন ময়েশ্চারাইজার ব্যবহার করুন যা ত্বককে পুষ্টি দেওয়ার পাশাপাশি ত্বকের আর্দ্রতাও বজায় রাখবে। তেমনই বডি লোশনও ব্যবহার করুন এমন যাতে পানির পরিমাণ বেশি আছে। এর মানে হচ্ছে-স্কিন ভালো রাখতে চাইলে ময়েশ্চারাইজার ও বডি লোশন দুটোর ব্যবহারই জরুরি।

ওমেন্স নিউজ ডেস্ক/