বিবেক পালের কবিতা ‘বন্ধুর খোঁজে’

বিবেক পাল

বন্ধুর খোঁজে

জীবনের প্রান্ত বেলায় এসেও, এ'মন ফিরে-
পেতে চায় ছেলেবেলা—-
সকল সর্ম্পক হারিয়ে যাচ্ছে-
নাকি বিক্রি হচ্ছে চড়া দামে, সেই জানে !

কিন্তু বন্ধুত্ব বিকোয় না যে কোন হাটেই
যা নিয়ে স্বপ্ন উড়ানে বেঁচে আছি,
বেঁচে থাকি মোরা প্রত্যেকেই
প্রতিটি সকাল হেসে উঠতে চায় বন্ধুত্বের উষ্ণ স্পর্শে !

এলোমেলো দীর্ঘশ্বাস, গভীর শূ্ন্যতায় অসহ্য সৌন্দর্য
হাট খোলা হৃদয় গহীনে শুনি প্রতিধ্বনি-
বন্ধু বিনে এ'জীবন তরী বইবো কেমনে ,
সজল আঁখি তারে খুঁজে ফেরে দিবানিশি ।

পলাশের বন্ধু শিমুল কৃষ্ণচূড়া কাঞ্চন বনে
বসন্ত আসে রাঙাতে মন এ'ভুবনে-
বন্ধু বিনে এ'জীবন নয়কো সফল,
জীবন, স্বাদ আর সফলতা পেতে চাইছে বন্ধুতার ।

প্রশস্তিবাক্য উচ্চারিত ভিড়ে মুখোশের দঙ্গল
উদাসী বিকেল–
ভরা মৌসুমেও নিরুদ্দেশ মেঘ,
উদভ্রান্ত প্রাণ খোঁজে পলিমাটি আর বন্ধুতা ।

কবি পরিচিতি: বিবেক পাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। থাকেন দার্জিলিং জেলার শিলিগুড়িতে। কবিতার সঙ্গে সখ্যতা তার শৈশব থেকে। বলতে গেলে কবিতা লেখা ও পড়া তার একমাত্র নেশা। তবে প্রচারবিমুখ এই কবি খুব বেশি পত্রিকায় লেখা দেন না। যদিও স্থানীয় কয়েকটি লিটলম্যাগে তার বেশ কিছু কবিতা ছাপা হয়েছে। পেশা জীবনে তিনি একজন ব্যবসায়ী।

ওমেন্স নিউজ সাহিত্য/