প্রিয়, কি দিব তোমায় উপহার?

প্রতীকী ছবি

প্রিয় কোনও মানুষের জন্মদিন। তাকে একটা মনের মতো গিফট দিতে চাচ্ছেন। কিন্তু কি দিবেন-সেটা কিছুতেই ঠিক করে ওঠতে পারছেন। তাই রাগে দুঃখে মাথার চুল ছিড়তে ইচ্ছে করছে। শুধু আপনার না, অনেকেরই এমনটা হয়। পছন্দের মানুষের জন্য গিফট কিনতে গেলে মনে হয়-ওর তো সবই আছে আমি আর কি দিব! কিংবা আমি যে উপহারটা কিনছি এটা যদি ওর পছন্দ না হয়! এইসব টেনশন তো মামুলি ব্যাপার। আপনাদের এত সব টেনশন দূর করতেই আমাদের এই আয়োজন।

১. উপহার দিন নিজের কিছু সময়: উপহার দেয়ার সময় ভাবুন যাকে দিচ্ছেন তিনি আপনার কতটা ক্লোজ। খুব বেশি আন্তরিকতা থাকলে তার জন্য নিজের একটি দিন উপহার হিসাবে দিতে পারেন। তাকে নিয়ে চলে যান শহর ছেড়ে দূরে কোথাও ঘুরতে। পুরো দিন ব্যয় করতে না চাইলে প্রিয়জনকে নিয়ে কোথাও খেতে যেতে পারেন। সেটাও যদি সম্ভব না হয়, তাহলে নতুন স্বাদের কোনো খাবার প্যাকেটে মুড়ে উপহার দিতে পারেন। বাজারে প্রায়ই আসে নতুন স্বাদের কেক, পিৎজা, পাস্তা অথবা বার্গার। সেগুলো তো আছেই। উপহার হিসেবে ভিন্ন ভিন্ন স্বাদের এক বাক্স চকলেটের আবেদন সবার কাছেই সমান।

২. অলটাইম স্পেশাল পারফিউম : উপহার হিসাবে একটা ভালো পারফিউম সব সময়ই প্রাধান্য পেতে পারে। পারফিউমপ্রেমীদের আলমারিতে যত দামী সৌরভ থাকুক না কেন, এক বোতল পারফিউম কখনোই অতিরিক্ত নয়।

৩. দিতে পারেন পছন্দের কিছু: উপহার দেবার ক্ষেত্রে প্রিয় মানুষটির পছন্দকে গুরুত্ব দিন। যিনি ছবি আঁকতে ভালোবাসেন তাকে দিতে পারেন ছবি আঁকার সরঞ্জাম। একজন হয়তো শিল্পের খুবই কদর করেন। তার কাছে একটা ভালো চিত্রকর্ম কখনোই বাড়তি নয়। বরং সব সময়ই চমৎকার সংযোজন। যিনি বই পড়তে ভালোবাসেন, তাকে একটা বা একসেট বই দিতেই পারেন। এমনিভাবে দিতে পারেন তার পছন্দের গান বা মুভির সিডি।

পারফিউম-অলটাইম ফেভারিট উপহার

৪. বই বা ফুল: উপহার হিসাবে বই, গাছ আর ফুল-এই তিনটির কোনও তুলনা নেই। প্রিয় মানষের জন্মদিন বা বিশেষ কোনও দিনে এসব উপহার দিতে পারেন। তাকে ঘরে বা বারান্দার জন্য গাছ উপহার দিতে পারেন। আর প্রিয় মানুষের বাড়িতে একটা ফুলের তোড়া হাতে উপস্থিত হলে কে খুশি না হয়ে পারে!

৫. অন্যান্য: যদি কিছুই উপহার দেওয়ার মতো খুঁজে না পান, তাহলে উপহার দিতে পারেন গিফট কার্ড। যাকে দিচ্ছেন, তিনি তার প্রয়োজনমতো কিছু একটা কিনে নিলেন। কোনো ক্লাবের সদস্য করে দিতে পারেন। দিতে পারেন এক বছরের জন্য কোনো ওটিটির পাসওয়ার্ড। এছাড়া দিতে পারেন স্পা, বডি ম্যাসাজ, বেড়ানোর জন্য আসা–যাওয়ার প্লেনের টিকিট বা হোটেলের খরচ।

৬. ঘর সাজানোর সামগ্রী: দিতে পারেন ঘর সাজানোর টুকিটাকি উপকরণ, ফুলদানি, মোম, ঘড়ি, রঙিন বোতল আর মগ। আর মেয়ে হলে দিতে পারেন কসমেটিকস বা অর্নামেন্টস। এগুলোও সব সময়ের উপহার।

৭. পোষা প্রাণি: উপহার হিসেবে পোষা প্রাণি বা অ্যাকুয়ারিয়ামও কিন্তু খারাপ হয় না। বরং এ ধরনের উপহার তাকে সবসময় আপনার কথা মনে করিয়ে দিবে।

একটি আকর্ষণীয় চিঠি হতে পারে সেরা উপহার

৮. চিঠিও হতে পারে উপহার: এখন চিঠি লেখার চল নেই বললেই চলে। এই চিঠি কিন্তু হতে পারেন দারুণ আকর্ষণীয় এক উপহার। প্রিয় মানুষটিকে উদ্দেশ্য করে সুন্দর একটি প্যাডে লিখে ফেলুন কিছু সুখস্মৃতি। সে যে আপনার কাছে কতটা স্পেশাল সেটা বুঝাতে এর ফাঁকে ফাঁকে গুঁজে দিন সুন্দর কিছু কবিতার লাইন। এরপর একটি দৃষ্টিনন্দন বক্সে করে পাঠিয়ে দিন তার ঠিকানায়। সঙ্গে দিতে পারেন কিছু ফুল আর চকলেট। এর চেয়ে এক্সক্লুসিভ কোনও উপহার হতেই পারে না।

ওমেন্স নিউজ ডেস্ক/