বুকের বিমূর্ত অন্দরে
মুক্ত পাখির ডানায় খেলে আমার খোয়া যাওয়া
স্বপ্নের অগোছালো হীম- শীতল এক অনন্য ক্লীব শরীর
নিশিগন্ধা জেনে গেছে ধূপের জাদুকরী গন্ধ
চোখের পাতায় যেকোনো সময় নামতে পারে
নিরজা আঁধারিয়া তুফান
আঘাত হানতে পারে আমার বুকের সড়কে
সময় তবুও হেঁটে চলে কালাপানির ঢেউয়ে
কালোবাজারি 'মৃত্যু' নিয়ে কফিনের সুতোয়
নিঃশেষে নীরবে জল ছলছল চোখে, অতঃপর
সূর্যোদয় থেকে-অনঘ গোধূলির গোলাপি ঢেউয়ে
মরে যাবে- ভেসে যাবে উতাল হাওয়ায়
পড়বেনা উদ্দাম উৎপল চরণ চিহ্ন বিমূর্ত অন্দরে
নিশঙ্ক আকাশের মতো নীল চাঁদোয়ায়, তবু
সময়ের মানচিত্র নিয়ে অনায়াস শুয়ে আছি
উন্নিদ্র যাপন-কালের শীতল আঁধারে, শেষ প্রহরে
শুনি একটি পাখির শিস-দেখি ঝরে পরা নক্ষত্রের
রোদেলা পালক-বিনিদ্র শিশিরের অশ্রু সজল চোখ!
ডঃ হেলাল মাহাবুব: কবি ও শিক্ষক।
ওমেন্স নিউজ ডেস্ক/