বিবেক পালের কবিতা ‘বটবৃক্ষের শীতল ছায়া’

বিবেক পাল

বটবৃক্ষের শীতল ছায়া        

মাথার উপর শীতল ছায়ে বটবৃক্ষ সম, যে জন
বাস্তবের অনল প্রদাহ হতে নিরাপদ আশ্রয়ের-
বলয়ে রাখে সযত্নে, এড়িয়ে সকল বাধা-বিঘ্ন ,
বুঝিতে দেয় না আত্মজে কঠিন কঠোর বাস্তব।

তিল তিল করে নিজেরে বিলায়ে গড়ে তোলে
ভাবী-প্রজন্মে ; অনাবিল আনন্দে আত্মহারা,
অশ্রুসিক্ত দু'নয়ান শ্রাবণ সন্ধ্যার মতো কোমল
বনষ্পতির মতো উদার হৃদয় ; ছায়াতলে সমবেত আশ্রয় !

কঠিন আস্তরণের আড়ালে শুভ্র লাউ-ফুলের মতো
কোমল হৃদয় জুড়ে সন্তান-স্নেহ, ক'জনা দেখিতে পায়-
এ'ধরাধামে, বিস্ময়ে প্রশ্ন সারে এই মন নিজেকে অজান্তে,
লুটেরাদের সমাজ সংস্কৃতির শিকার ভাবী-প্রজন্ম আমার !!

নিজ-ঘরে মেলে না ঠাঁই, বৃদ্ধ পিতা-মাতার
শিশু ভোলানাথ আজ দাঁড়িয়েছে নিজ পায়ে,
স্বার্থপর পণ্ডিত হয়েছে সে , পুঁথিগত বিদ্যায়—
ভুলে গেছে বেড়ে ওঠার প্রত্যয়ী ইতিহাস !

ঘনঘোর বর্ষায় গিড়িচূড়া হতে নেমে আসা জল-ধারা
নদী হয়ে অবশেষে মিশে সাগরের নীলে–
ফসলের মাঠ, তৃণভূমি সিক্ত করে গভীর ভালবাসায়,
নীরব নিশীথ রাতে একান্তে এ'প্রার্থনা–
সন্তান মোর থাকে যেন দুধে-ভাতে—-

তখন পশ্চিম আকাশে জ্বলজ্বল করে সন্ধ্যাতারা
নয়ান-জুড়ে অশ্রুর রুপালি ঢেউ
কাঁপা কাঁপা এ'হাত রাখি–
সর্বশক্তিমানের শ্রীচরণে ।।

কবি পরিচিতি: বিবেক পাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। থাকেন দার্জিলিং জেলার শিলিগুড়িতে। কবিতার সঙ্গে সখ্যতা তার শৈশব থেকে। বলতে গেলে কবিতা লেখা ও পড়া তার একমাত্র নেশা। তবে প্রচারবিমুখ এই কবি খুব বেশি পত্রিকায় লেখা দেন না। যদিও স্থানীয় কয়েকটি লিটলম্যাগে তার বেশ কিছু কবিতা ছাপা হয়েছে। পেশা জীবনে তিনি একজন ব্যবসায়ী।

ওমেন্স নিউজ সাহিত্য/