মনিরুজ্জামান প্রমউখের দুটি কবিতা

মনিরুজ্জামান প্রমউখ

ঈদুল আযহা

বিসর্জনের উৎসব আসছে
ঐ দেখো কোরবানের ঈদ।
তাজা তাজা মাংস খেলে
গড়বে আরো শরীরের ভীত।

রিপুর কাছে হার না মানতে
এলো কোরবানির উৎসর্গ শক্তি।
একটি একটি করে করতে হবে
ছয় রিপুর বিনাশ হতে নিজেকে মুক্তি।

ঈদ আনন্দ সবখানে ছড়িয়ে দাও
যার যা রয়েছে উদ্বৃত্ত তার জমায়।
গরীব, দুঃখির মনে যেনো সর্বদা বাজে
ঈদ আনন্দ শুধু ধনীর নয় সর্বজনায়।

কোরবানে প্রেমবহিত

উৎসর্গের অনুপম দিয়ে
সংসারের প্রীত।

সৃষ্টিকর্তার রসিকতা ভেবে
কেউ উদ্ভ্রান্ত হয়
কদাচিত।

মূলের কাছে
আমূলের পরিণতি ভেবে
হয় না পরমের গীত।

রক্তজবায় রক্ত নিহত!
তবুও কী সুগন্ধী সঞ্চিত?
কোরবানে প্রেমবহিত।

কবি পরিচিতি: মনিরুজ্জামান প্রমউখ থাকেন চাঁদপুরের হাজীগঞ্জ। নিয়মিত কবিতা লেখেন। পাশপাশি ব্যবসা করেন।

ওমেন্স নিউজ/