শাহলা আহমেদের কবিতা ‘ঈদের উচ্ছ্বাস’

শাহলা আহমেদ

ঈদের উচ্ছ্বাস

প্রকৃতির ছোঁয়া সবুজের মেলা
রমনীর লাস্যময়ী হাসি,
হাত ভরা রেশমী চুড়ি।
পায়ে আলতা দিয়ে
নরম পায়ে কদম ফেলে
শিশির ভেজা ঘাসে।

নুপুরে ঝুনঝুন শব্দ
…….. খিলখিলিয়ে উঠে
হলদে ঘাসফুল।

সূর্য ঝিলমিলিয়ে উঠে
গাছের ফাঁকে!
কুহু কুহু বসন্তের কোকিল
ডেকে উঠে…….

পাল তোলে মাঝ দরিয়ায়
নৌকা বায়ে মাঝি,
ছলাৎ ছলাৎ জলতরঙ্গ
নেচে উঠে ঢেউ এর বুকে।

ডানা ঝাপটায় পাখির দল
রূপালি রৌদ্রের ঝিকিমিকি
দরাজ গলায় মাঝি গেয়ে উঠে….

‘মাঝি বাইয়া যাও রে
অকুল দরিয়ার মাঝে
আমার ভাঙা নাও রে
মাঝি বাইয়া যাও রে…

নদীর পারের বউ ঝি রা
খিলখিলিয়ে হেসে উঠে…..!
নেংটু ছেলেমেয়ের দল
ঝাঁপিয়ে পড়ে নদীর বুকে।

মাঝি বৈঠা বায় দ্রুত গতিতে,
সন্ধ্যার আগে……
বাড়ি ফিরতি হবে।

বউ ঝি’র আবদারের লাল নীল
রেশমী চুড়ি ফিতা, নতুন জামা,
কিনে নিল বাজারের সদাইপাতি
………কাল যে ঈদ!
ওই যে সরু চাঁদ মুচকি হাসে!

শাহলা আহমেদ: কবি ও লেখক। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কবিতার বই ‘স্বপ্ন বুনন’।

ওমেন্স নিউজ/