ছন্দা পালের কবিতা ‘দুঃসময়’

ছন্দা পাল

দুঃসময়

ইচ্ছেগুলোকে হারিয়ে যেতে দিওনা,
বুকের ভেতর সযত্নে লালন করেও রেখোনা।
ইচ্ছেগুলো যাক উড়ে ঐ নীল দিগন্তে!
খেয়ালী স্বপ্ন‌ও হয়তোবা উড়ে এসে পড়বে কখনো
কোলের উপর, আলতো ভাবে নীরব হয়ে।
শুধু শুধু কথারা চুপিচুপি হাসে মিটিমিটি—-
বেদনার কথাকলি টুকরো টুকরো হয়ে যায়
অনন্ত আকাশের সুদূর অজানা মহাশূন্যে!
বিশ্ব-ব্যাপী তোমার অব্যক্ত ব্যথা ছড়িয়ে যাক্ না
অসময়ে একরাশ আঁধার জড়িয়ে রয়—
নিঃসঙ্গ হৃদয় কেঁদে কেঁদে বেড়ায়  একাকী।
অন্তহীন দুঃসময় কাটতে চায় না সহজে —
তবু কুহকিনী "আশা" কে বাঁচিয়ে রেখো
মহাসাগরের মতো সুবিশাল বক্ষমাঝে।।

কবি পরিচিতি: ছন্দা পাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। অনেক দিন ধরে লিখছেন-কবিতা, ছোটগল্প, প্রবন্ধ; অর্থাৎ সাহিত্যের সব শাখায় তার সাবলীল পদচারণা। তিনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের গবেষণাধর্মী পত্রিকা ‘সংশপ্তক’য়ের নিয়মিত লেখক।

ওমেন্স নিউজ সাহিত্য/