বিবেক পালের কবিতা ‘দোহাই তোমাকে আর একবার জন্ম নাও তুমি’

বিবেক পাল

দোহাই তোমাকে আর একবার জন্ম নাও তুমি  
(অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্মরণে)

পরাধীনতার গ্লানি মুছে গেছে কাগজে কলমে
মানুষ আজও শোষিত বঞ্চিত ; রয়েছে নিদারুণ কষ্টে,
মেহনতী মানুষের জীবন যন্ত্রণা রয়েছে একই—-
গফুর,আমিনা'রা আজও গ্রাম ছাড়ে রাতের আঁধারে।

দীর্ঘ হিমরাত অবসানের আকাঙ্ক্ষায়
বেঁচে থাকার তীব্র বাসনায়,শ্রম বিকোতে যায় দূর দেশে, ছুরিকাহত স্বপ্ন শিয়রে জড়িয়ে
'শীর্ণ হাতে জীবন খোদাই করছে।'

অরণ্যের পাতা ভিজিয়ে যে সকাল গড়িয়ে পড়ে  
বস্তির চালাঘরে—–কৃষকের আঙিনায়–
আনমনে বয়ে চলা শান্ত নদী বুকে,
পাখিদের ডানায়——মিছিলের শরীরে ।

সেই আলোতে দেখলাম বিফলতার মোহনা পেরিয়ে যুগান্তরের আঁধার সরিয়ে স্বপ্ন-কুসুম ফোটে।

তোমাকে প্রণাম
হে অপরাজেয় কথাশিল্পী—

সবকিছু থেকেও যারা অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত
তাঁদের কথা ভেবে আরো একবার জন্ম নাও তুমি
এই পোড়া দেশে—-

"ধমনীতে রক্তের কল্লোল কোনদিন তো স্তব্ধ হয়নি
না—–না
অনন্তকাল গর্জন করেছে ইছামতী
কারাগারের কবাট ভেঙে ডেকে আনো মুক্তির প্রচণ্ড বন্যা।'

ওমেন্স নিউজ সাহিত্য/