বিবেক পালের কবিতা ‘স্বপ্ন-মউল’

বিবেক পাল

স্বপ্ন-মউল

ভূগোলের চোখ রাঙানি কাঁটাতার উপেক্ষা করে
উড়ে যায় এ'মন গ্রাম বাংলার নিবিড় টানে ।
উজান থেকে নেমে আসা অসংখ্য জলাশয়ের দু'ধারে-
যুগ-যুগান্তর ধরে গড়ে ওঠা পূর্ব-পুরুষের ভিটে ছেড়ে
ঝাপসা আলোয় বাসস্থান ছাড়ে অজানার উদ্দেশ্যে—-

অপরাহ্নের রাঙা রোদ সবুজ ফসলে আবির ছড়িয়ে
নদী জলের গন্ধে ভিজে সাঁঝ-বেলাতে—
ফুটে ওঠে সন্ধ্যাতারা পশ্চিম আকাশে,
'পেঁচার ধূসর ডানা সারারাত জোনাকির সাথে কথা কয়।'

রোদ জল ঝঞ্ঝার ভ্রুকুটি উপেক্ষা করে
নিবিড় ভালোবাসায় সিক্ত মাটিতে-
বেড়ে ওঠা জীবন—-সহসা দেখে,স্বার্থ চরিতার্থে
রাতের আঁধারে দেশটা হলো দ্বি-খণ্ডিত—

বিশ্বাসে ছুরি মেরে, জানোয়ার সব
ঘর জ্বালে, হত্যালীলা করে সংগঠিত ,
মধ্যযুগীয় বর্বরতা চালাতে-
কাঁপেনি হৃদয় মুখোশধারী দেশ ভক্তদের !

কাঁটাতারের একপাশে সবকিছু ফেলে রেখে
ছিন্নমূল সাধারণ মানুষ নতুন দেশে ঘর বাঁধে উদ্বাস্তু হয়ে,
এক আকাশ,একই বাতাস তলে স্বপ্ন আজ
গুমরে কাঁদে শ্রাবণের ধারা জলে—–

'স্বপ্ন-মউল ছেয়েছে আমার মন
প্রকৃতির কোলে শিশুর মতন মুঠো তুলে রোদ্দুরে
মনে ডেকে আনে দিনরাত শুধু মাথা তুলে বাঁচবার
উগ্র শপথ——নাড়ী ধরে দেয় টান।'

কবি পরিচিতি: বিবেক পাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। থাকেন দার্জিলিং জেলার শিলিগুড়িতে। কবিতার সঙ্গে সখ্যতা তার শৈশব থেকে। বলতে গেলে কবিতা লেখা ও পড়া তার একমাত্র নেশা। তবে প্রচারবিমুখ এই কবি খুব বেশি পত্রিকায় লেখা দেন না। যদিও স্থানীয় কয়েকটি লিটলম্যাগে তার বেশ কিছু কবিতা ছাপা হয়েছে। পেশা জীবনে তিনি একজন ব্যবসায়ী।

ওমেন্স নিউজ সাহিত্য/