সুলতান রিজিয়ার তিন কবিতা

লেখক সুলতানা রাজিয়া

অলিক কাহন

 

অভিমান অকারণ! মনে মনে
জমে মেঘ ঈশানে আঁধার
হেতু সেতু খুঁজে না মন
দিগন্তে ঝুলে রয় তৃষ্ণায় তাঁর।

দূরান্তে জ্বলে মরীচিকা ঝালর
রাত্রির গায়ে ক্ষয়িষ্ণু চাঁদ
সময়ের দুয়ার জুড়ে বনকাঁটায়
জীবনে লতায় অদৃশ্য ফাঁদ!

স্মরণের খেয়ায় মায়াবী যাপনে
জেগে রয় অলিক কাহন
আচানক অতল বালিয়াড়িতে
মিশে যায় শখের বাগান।

ঘুম চোখে জাগে সোনালী শৈশব
বুকের দেরাজে রাখা খামে
সুগন্ধী উপাচার রঙিলা নেশায়
মৃত্যুর বিরহে আঁধার নামে।

কোথায় মেলে

আমি চাই, তুমি চাও
যেদিকে যেথায় যাও
দেখবে শুধু চাওয়ার ছড়াছড়ি-
আমি পাই, তুমি পাও
তবুও বলি আরো দাও
জনে জনে কেমন এ আহাজারি।

যা চাই, যেটুকু পাই
মন বলে কি যেনো নাই
বুকের মাঝে বয় যে দুখের নদী-
কি পেলে, কোথায় মেলে
অতুল সুখে হেসে খেলে
ঘর সংসার, মন যা চায় সবই!

স্মৃতির মখমল

অলক্ষ্যে অক্ষিপলক ভিজে যায়
দূরাগত আহ্বানে আচানক
আমি, তুমি, সে,
বৃক্ষপত্রসম টুপ করে
যাবো ঝরে অলঙ্ঘ নির্দেশে।
নেই নেই এর দীর্ঘশ্বাস
বসতির বাতাসে দোল খাবে
লউয়ের লতায়, কিম্বা খোলা জানালায়!
হয়তো স্মৃতির মখমল যাবে ভিজে
প্রিয়জনের রোদন অশ্রুতে।

ওমেন্স নিউজ সাহিত্য/