শাহলা আহমদের কবিতা ‘গোলাপের চমক’

শাহলা আহমেদ

গোলাপের চমক

আ মরি, কি শোভা তোর
পরতে পরতে তোর ওই মলমলে
পাপড়িগুলো যেন
চোখের ঘন পাপড়ি—
হিসেবে খেই হারাই!

তোর মন মাতানো সুগন্ধায়
মাতাল করিস—-
টেনে নিস্ পরম মমতায়।
রূপ তোর নানান রঙ্গে নানান অঙ্গে

গুলাব, গোলাপ, রোজ,
গোলাপী, গুলাব জামুন
গুলাবি আঁখে, গুলাবি বাদন
গুলাবি ঠোঁট গুলাবি গাল
আর কত উপমা তোর……

বাসর ঘরে গোলাপের মশারী!
গোলাপের পাপড়িজলে রানী….
রাজকন্যার স্নান!!

বইয়ের ভাঁজে ভাঁজে শুকনো গোলাপ
কত প্রেমিক প্রেমিকার
স্মৃতি বয়ে বেড়ায়—-

তুই বড্ড অহংকারী
তোর রূপের বড্ড গর্ব
তোকে ছুঁতে গেলে
তীক্ষ্ন কাঁটায় হুঁল ফুটিয়ে দিস।

ভীষন ধূর্ত তুই
ওই কাঁটাগুলো ঢাল হয়ে দাঁড়ায়
তোর রক্ষার্থে…..!

ভালোবাসা দিবসে প্রেমিক
প্রেমিকার হাতে তুলে দেয়…
লাল গোলাপের তোড়া!!
তুই যে  ভালোবাসার প্রতীক!

কবি পরিচিতি: শাহলা আহমেদ একজন প্রবাসী কবি। দেশের বাইরে থেকেও নিয়মিত গল্প, কবিতা, স্মৃতিকথা, ভ্রমণ কাহিনী লিখে চলেছেন। এবারের একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে তার প্রথম কবিতার বই ‘স্বপ্ন বুনন’।

ওমেন্স নিউজ ডেস্ক/