নাজমা বেগম নাজুর কবিতা ‘রোদকণায় বিজয়ের গান’

নাজমা বেগম নাজু

রোদকণায় বিজয়ের গান

   মহাকালের রোদের এসে পড়ে
    অরণ্য শাখায়
    মুছে যায় কালান্তরী-
    কালো ছায়া যত।
    রোদ নামে সকালের
    ডানা মেলা পালক গহীনে,
    রোদকণায় বিজয়ের গান
    জেগে ওঠা মানবতার সুর।
    বছর শেষের মাসে
    রোদমাখা এক ফুলে
    পৃথিবীর সূর্যকণা সব
    আছড়ে পড়েছিল।
    মানচিত্রে সগর্বে লিখেছিল নাম
    কালজয়ী এক দেশ
    বাংলাদেশ তার নাম।

ওমেন্স নিউজ ডেস্ক/