সীমার মাঝে অসীম খুঁজি
এক্কা দোক্কার কিশোরীর স্বর্ণালী স্মৃতিরা
আজও আছে বুকের দেরাজে রুমালে
জড়ানো কখনো কোন এক নিদাঘপ্রহরে
সেইসব স্মৃতিরা ডানা মেলে অসীমপানে
দেবদারু, শাল-পিয়াল, হিজল সৌরভে।
ডাহুক,পানকৌড়ি কিম্বা পরিযায়ীর মতো
ডুব দেয়া স্মরণের অথৈ দরিয়ায়, হারানো
সময়ের পাটতন জল কম্পনে ভিজে ওঠে
মুছে যায় দীর্ঘপথের ধূসরতা,কষ্ট বঞ্চনা।
মেয়েবেলার শৈশব হারানো পোড়ামাটির
বেলাভূমে শান্ত দিঘির ঘাট জুড়ে পৌষে
ছায়াঘন কুয়াশা সূর্যের পেলব বিচ্ছুরণ!
শানবাঁধানো সিঁড়ির সুনসান নৈঃশব্দ্যের
ঘূর্ণি উঠে বসতির মাধবীলতা লাবণ্যে
দোপটীর আদরমাখা এলোখোঁপা লুটায়
গোধুলির প্রজাপতি রং আল্পনা আঁধারে
ডুবে যায় ফেরারী সাতসমুদ্র ভালোবাসা।
সুলতানা রিজিয়া: কবি, লেখক, প্রাবন্ধিক, সংগঠক ও প্রকাশক। তিনি দীর্ঘদিন ধরে ‘নন্দিনী’নামক একটি সাহিত্য পত্রিকা বের করছেন। এছাড়া তার রয়েছে প্রকাশনা হাউস সম্রাজ্ঞী। তার প্রকাশিত মৌলিক গ্রন্থ ৩১ টি। সাহিত্য ও সাংগঠনিক অবদানের জন্য পেয়েছেন ত্রিশটির বেশি সম্মাননা পদক।
ওমেন্স নিউজ সাহিত্য/