রানা জামানের কবিতা ‘বসন্তকাল ভালো লাগে খুব’

রানা জামান

বসন্তকাল ভালো লাগে খুব

ফাগুনের কাল এলে গাছের গা ফুঁড়ে,
হরেক রকম ফুল ফোটে কাছে দূরে।
কোকিলের সুর খেলে বসন্তের ঘ্রাণে,
সুমধুর কুহু তানে সুধা ঢালে প্রাণে।

সর্ষের হলুদ ফুলে মৌমাছির হুল,
কতক খুকির কানে দোলে হয়ে দুল।
পলাশের লালে লাল কিছু বৃক্ষচূড়া,
জোস্নার পরশ পেয়ে পদ্যের গা পুরা।

প্রজাপতি খুব খুশি পুষ্প ভরা বাগে,
নববধূ খোপা বাঁধে ফুলে অনুরাগে।
ফুল থেকে ফুলে ওড়ে ভ্রমরের পাল,
ছাতিম ফুলের ঘ্রাণে দৃঢ় হাতে হাল।

ফুলে ফুলে ভরা থাকে ফাগুনের মাস,
ইচ্ছে করে হয়ে থাকি পুষ্পবনে দাস।
সকাল বিকাল নিত্য গণ্ড ছোঁবো ফুলে,
নিত্য গুঁজে দেবো এক প্রেমিকার চুলে।

ঋতুরাজ বসন্ত তো সকলের সেরা,
যদিও সকল ঋতু ফুলে থাকে ঘেরা।
সর্বদা বসন্তকাল ভালো লাগে খুব,
সুযোগের সিঁড়ি বেয়ে পুষ্পজলে ডুব।

কবি পরিচিতি: আমাদের সাহিত্যের অতি পরিচিত মুখ রানা জামান। দীর্ঘদিন ধরে নিরলসভাবে লিখে চলেছেন গল্প, কবিতা, উপন্যাস, প্রবন্ধ, শিশুতোষ, সাইন্সফিকশনসহ নানা ধরনের লেখা।  সবমিলিয়ে ৯০টির বেশি বই বেরিয়েছে তার। লেখকের দেশের বাড়ি কিশোরগঞ্জ জেলায়। তিনি দীর্ঘদিন বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন শেষে অতিরিক্ত সচিব হিসাবে অবসর নিয়েছেন।

ওমেন্স নিউজ সাহিত্য/