মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টারশেল উদ্ধার

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট

লালমনিরহাটের হাতীবান্ধায় মর্টারশেল উদ্ধার করেছে পুলিশ।  রোববার (১২ মার্চ) বিকেলে উপজেলা ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের ছালাবেচা এলাকা থেকে ওই মর্টারশেলটি উদ্ধার করে হাতীবান্ধা থানা পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকায় একটি পুকুরের পানিতে খেলতে গিয়ে মর্টারশেলটি দেখতে পায় এক কিশোর। ওই কিশোর সেটিকে লোহা ভেবে খেলতে খেলতে বাড়িতে নিয়ে আসে। স্থানীয় লোকজন এটি দেখার পর স্থানীয় থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিকভাবে নিশ্চিত হয় এটি মর্টারশেল। ধারনা করা হচ্ছে এটি ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে ব্যবহৃত মর্টারশেল।

হাতীবান্ধা থানার উপ-পরিদর্শক (এসআই) এন্তাজ আলী বলেন, ৯৯৯ নম্বরে কল পেয়ে মার্টারশেলটি পানিতে ডুবিয়ে রেখেছি। বোমা নিষ্ক্রিয়করণ টিম আসলে সেটি উদ্ধার করে নিয়ে যাওয়া হবে।

ওমেন্স নিউজ ডেস্ক/