চলে গেলেন নোবেলজয়ী সাহিত্যিক কেনজাবুরো ওয়ে

কেনজাবুরো ওয়ে

জাপানের নোবেল পুরস্কার বিজয়ী সাহিত্যিক কেনজাবুরো ওয়ে আর নেই। গত ৩ মার্চ ভোরে তিনি মারা যান বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। সোমবার (১৩ মার্চ) তার প্রকাশক কোদানশা’র বরাত দিয়ে এ খবর জানায় বিবিসি। সংবাদ মাধ্যমটি আরও জানায়, বয়সজনিত কারণে মারা গেছেন সাহিত্যিক কেনজাবুরো ওয়ে। এ সময় তার বয়স হয়েছিল ৮৮ বছর।

ইতিমধ্যে পারিবারিকভাবে তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়েছে। ওয়ের বইয়ের প্রকাশক কোদানশা লিমিটেড জানিয়েছে, লেখকের ইচ্ছা অনুযায়ী শেষকৃত্যের অনুষ্ঠান পরিবারের মধ্যে সীমিত রাখা হয়েছে। তবে পরে তার স্মরণে একটি অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা রয়েছে। প্রগতিশীল চিন্তাভাবনার জন্য বিশ্বজুড়ে পরিচিত এই জাপানি সাহিত্যিককে ১৯৯৪ সালে নোবেল পুরস্কার দিয়ে সম্মানিত করা হয়।

ফরাসি এবং আমেরিকান সাহিত্য দ্বারা প্রভাবিত কেনজাবুরো ওয়ে তার সাহিত্যে জাপানে পারমাণবিক বোমা হামলার শক্তিশালী বিবরণের জন্য বিশ্বজুড়ে পরিচিত ছিলেন।

ওমেন্স নিউজ ডেস্ক/

লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন