কোনও নারী সঙ্গ দিতে রাজি মানেই যৌন সম্পর্কে সম্মতি দেওয়া নয়-যুগান্তকারী এই রায় দিয়েছে ভারতের দিল্লি হাইকোর্ট। রায় প্রদানকালে বিচারপতি অনুপ জয়রাম ভম্বানি বলেন, কোনও নারী সঙ্গ দিতে রাজি মানেই যৌন সম্পর্কেও রাজি, এমনটা নয় কখনওই! এমনকি, ওই নারী কত সময় বা কত দিন ধরে ওই যুবকের সঙ্গে রয়েছেন, তা-ও যৌন সম্পর্ক স্থাপনের পূর্বশর্ত হতে পারে না বলে জানিয়েছেন বিচারপতি।
স্থানীয় এক পত্রিকায় প্রকাশিত রিপোর্ট থেকে জানা যায়, চেক প্রজাতন্ত্রের এক মহিলার সঙ্গে জোর করে যৌন সম্পর্ক স্থাপনে অভিযুক্ত সঞ্জয় মালিক ওরফে সন্ত সেবক দাসের আইনজীবী তার মক্কেলের জামিনের আবেদন জানিয়েছিলেন। সেখানে যুক্তি দেখিয়ে আদালতকে তিনি বলেছিলেন, ওই মহিলা দীর্ঘ দিন ধরে সঙ্গ দিয়েছেন তার মক্কেলকে। তখন বিচারপতি জয়রাম জামিনের আবেদন খারিজ করে দেন। জবাবে বলেন, ‘‘এক জন মহিলা যদি কোনও পুরুষের সঙ্গে থাকতে সম্মত হন, তা যত দিনের জন্য হোক না কেন, এই অনুমান করা যেতে পারে না যে তিনি সেই পুরুষের সাথে যৌন সম্পর্কে সম্মত ছিলেন।’’
মঙ্গলবার দিল্লি হাই কোর্টের রায়কে যুগান্তকারী হিসাবে আখ্যা দিয়েছেন আইন বিশেষজ্ঞরা। তাদের আশা, এই রায়ের মাধ্যমে নারীদের ওপর যৌন নিযাতনের পক্ষে যেসব ‘কুযুক্তি প্রদান করা হয়, তার সমাপ্তি ঘটবে।
ওমেন্স নিউজ ডেস্ক/