চলে গেলেন দেশের পথিকৃৎ ও বর্ষিয়ান নারী সাংবাদিক সেতারা মূসা। মঙ্গলবার (১৪ মার্চ) বিকেল ৪টায় তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে রাজধানী আনোয়ার খান মর্ডান হসপিটালে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৮৩ বছর। তিনি এক পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও অনেক গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও বিশিষ্ট সাংবাদিক নাসিমুন আরা হক মিনুসহ বিভিন্ন সাংবাদিক নেতারা শোক প্রকাশ করেছেন।
তার কন্যা সাংবাদিক পারভীন সুলতানা ঝুমা বাসসকে জানান- মঙ্গলবার বাদ এশা রাজধানীর মোহম্মদপুরের ইকবাল রোড মসজিদে প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। আগামীকাল বুধবার বাদ জোহর ফেনী জেলার ফুলগাজী উপজেলার কুতুবপুরে দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে স্বামী এবিএম মূসার কবরের পাশে তাকে দাফন করা হবে।
সেতারা মূসা সাংবাদিকতা শুরু করেন ১৯৬৭ সালে। বিভিন্ন সময়ে তিনি দৈনিক পূর্বদেশ ও আওয়াজ পত্রিকাসহ বিভিন্ন জাতীয় দৈনিকে নারী পাতার সম্পাদক হিসাবে কাজ করেছেন। তাছাড়া তিনি সমাজ সেবক হিসেবে অনেক সংগঠনের সঙ্গে জড়িত ছিলেন। তিনি ছিলেন বংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্রের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা। নারী সাংবাদিকদের অন্যতম পথিকৃৎ ছিলেন সেতারা মূসা। সাংবাদিকতায় নারীদের উদ্বুদ্ধ ও সংগঠিত করার ক্ষেত্রে তার বিপুল অবদান রয়েছে ।
সাংবাদিক সেতারা মূসা’র মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন ও সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। আরও শোক প্রকাশ করেছেন নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি নাসিমুন আরা হক মিনু, ফেনী সাংবাদিক ফোরাম, ঢাকার সভাপতি তানভীর আলাদিন ও সাধারণ সম্পাদক ফয়েজ উল্লাহ ভূঞা।
প্রসঙ্গত, সেতারা মূসা ছিলেন প্রখ্যাত সাংবাদিক আবদুস সালামের জ্যেষ্ঠ কন্যা এবং বিশিষ্ট সাংবাদিক এবিএম মূসার সহধর্মিনী। তার কন্যা পারভীন সুলতানা ঝুমাও একজন সাংবাদিক ও কলামিস্ট।
ওমেন্স নিউজ ডেস্ক/