প্রেস বিজ্ঞপ্তি
নারীদের সামাজিক উন্নয়ন সংস্থা ‘আমি অনন্যা’ এর উদ্যোগে বগুড়া শহরে রোববার (১২ র্মাচ) বিকালে নারীদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) হেলেনা আকতার।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শহরের কালিবাড়ি মোড়ের এক রেস্টুরেন্টে আয়োজিত ওই সভায় স্তন ক্যান্সার প্রতিরোধ, চিকিৎসা ও সচেতনতার উপর বক্তব্য রাখেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ মোঃ সলিমুল্লাহ আকন্দ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হাজী মুহম্মদ জয়নাল আবেদীন কমার্স কলেজ বগুড়ার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ সুলতানা পারভীন শ্রাবণী, বগুড়া বিয়াম মডেল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল শাফিকা আকতার ও ডাঃ বিপ্লব অধিকারী। এতে সভাপতিত্ব করেন ‘আমি অনন্যা’ এর সভাপতি উম্মে ফাতেমা লিসা। সভায় বিভিন্ন নারী উদ্যোক্তা, নারী সমাজকর্মী ও সংগঠকগণ বক্তব্য রাখেন।
প্রসঙ্গত, ‘আমি অনন্যা’ নারীদের সামাজিকভাবে এগিয়ে যেতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে থাকে। নারীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে প্রশিক্ষণ প্রদান, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নে ভূমিকা রাখতে অনুপ্রেরণা দান, সুবিধা বঞ্চিত মেধাবী নারীদের উন্নয়নে সুবিধা প্রদান, নারীদের অধিকার ও দায়িত্ব এ দুটির মধ্যে সমতা তৈরি করা, নারীদের মানসিক উন্নয়নে ভূমিকা রাখাসহ অর্থ সামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়ে কাজ করে যাচ্ছে ‘আমি অনন্যা’ নামের নারী বিষয়ক সামাজিক উন্নয়ন সংস্থাটি ।
ওমেন্স নিউজ ডেস্ক/