কথাসাহিত্য কেন্দ্রের মাসিক গল্প পাঠ-আড্ডা অনুষ্ঠিত

কথাসাহিত্য কেন্দ্রের মাসিক গল্প পাঠ ও আড্ডা শনিবার (১৮ মার্চ) সকালে পল্টন টাওয়ারস্থ ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ)-এর পাঠাগারে অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট কথাসাহিত্যিক ও কেন্দ্রের সভাপতি ইউসুফ শরীফের সভাপতিত্বে আড্ডায় গল্পাপাঠ করেন ইউসুফ শরীফ, ড. মুহাম্মদ জমির হোসেন, মাহমুদা আকতার ও আবদুল মাজেদ । অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন রুহুল গনি জ্যোতি, আবদুল বাতেন প্রমুখ।

প্রসঙ্গত, প্রতি মাসের শেষ শনিবার কথাসাহিত্য কেন্দ্রের মাসিক গল্প পাঠ ও আড্ডা অনুষ্ঠিত হয়ে থাকে। সেই হিসাবে আগামী গল্পপাঠের আসর বসবে ২৯ এপ্রিল, শনিবার।

ওমেন্স নিউজ ডেস্ক/

লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন