জাকিয়া রহমানের কবিতা ‘মায়ের বুকে’

জাকিয়া রহমান

মায়ের বুকে

মায়ের বুকে ফুটেছিল যে সূর্য-   
নাম তার স্বাধীনতা!
উচ্চস্বরে আকাশ পাতাল ফেড়ে-
ঘোষিত হল স্বাধীনতা!
সে স্বাধীনতা লাভের অধিকার,  
আমাদের জন্মগত অধিকার।    

আসুক না যত বাধা, শানিত অস্ত্র,  
বেয়োনেট খোচাক নশ্বর দেহ,
মায়ের সোনার মাটিতে তৈরি দেহ-
যাবেনা বিফলে।
আনবে ফিরিয়ে বাঁচার অঙ্গিকার!
তবুও মায়ের বুকই রইবে ধরে-   
তার আছে স্বাধীনতার অধিকার,
তার ঠোঁটের বুলির অধিকার,  
তার সবুজ সুফলা ভূমির অধিকার।

শূন্যতা লয়ে বুকে করবেনা হাহাকার,  
হাজার হাজার অস্ত্রের শানিত ধার-
সে ধারল অস্ত্র করুক না দেহ ছিন্নভিন্ন,
এই ছিল তাদের সেদিনের অঙ্গীকার।

তাই আকাশে উঠেছিল রক্ত লাল সূর্য-
বয়ে যায় সবুজ জমিনে রক্তের স্রোত,
তবু বুকে ধরে আছে অধিকার!   
আমার তোমার অধিকার সবার স্বাধীনতা,  
আমার তোমার বেঁচে থাকার অধিকার,  
আমার মনের ভাষায় কথা বলার অধিকার,  
আমাদের স্বাধীনতা কে নেয় ছিনিয়ে দেখি, সাধ্য কার?   
আসো দেখনা আর একবার দেখি, সাধ্য কার?

কবি পরিচিতি:পুরো নাম ইসমেত জাকিয়া রহমান। কবি ও লেখক। সাহিত্যচর্চার পাশাপাশি শিক্ষকতার সাথে জড়িত। ইমিরিটাস আধ্যাপক ও গবেষক হিসাবে কাজ করছেন আয়ারল্যান্ডের লিমেরিক বিশ্ববিদ্যালয়ে।

ওমেন্স নিউজ সাহিত্য/

লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন