বিবেক পালের কবিতা ‘জাতীর জনক শেখ মুজিবর রহমান’

বিবেক পাল

জাতীর জনক শেখ মুজিবর রহমান

বৃষ্টি ভেজা ঝুপ-ঝুপে সন্ধ্যায়
পাড় ভাঙ্গে হৃদয়ের-
ষোল কোটি মানুষের ।

স্বাধীন-চেতা মানুষের কাছে
দেশাত্মবোধের মূর্ত প্রতীক ,
বাংলা মায়ের বীর সন্তান , শেখ মুজিব।

তোমার বজ্র কন্ঠের ডাকে ; মেঘলা আকাশে–
তারা উঠতো জেগে একে একে ; পাখির চোখ জুড়ে-
ছিল দিন বদলের ইঙ্গিত ।

স্বপ্ন-শিয়রে জ্যোতি অম্লান
স্বাধীনতার বেদীমূলে, রক্তের আলপনা ,
পদ্মার অশান্ত ঢেউ খেলে হৃদয় গহীনে ।

মৃত্যু তব কাছে পরাভূত ; তবুও
বাতাস হয়ে আছে ভারী ,
অজানার আহবানে ।।

কবি পরিচিতি: বিবেক পাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। থাকেন দার্জিলিং জেলার শিলিগুড়িতে। কবিতার সঙ্গে সখ্যতা তার শৈশব থেকে। বলতে গেলে কবিতা লেখা ও পড়া তার একমাত্র নেশা। তবে প্রচারবিমুখ এই কবি খুব বেশি পত্রিকায় লেখা দেন না। যদিও স্থানীয় কয়েকটি লিটলম্যাগে তার বেশ কিছু কবিতা ছাপা হয়েছে। পেশা জীবনে তিনি একজন ব্যবসায়ী।

ওমেন্স নিউজ সাহিত্য/

লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন