কাজী রফিকের কবিতা `একটি যুদ্ধ একটি কবিতার জন্য’

কাজী রফিক

একটি যুদ্ধ একটি কবিতার জন্য

একটি যুদ্ধ করেছি
দীঘল জলে একটি ফুল ফোটাতে,
একটি যুদ্ধ করেছি
খাঁচা ভেঙ্গে একটি পাখি উড়িয়ে দিতে
মুক্ত আকাশে।
 
একটি যুদ্ধ করেছি
একটি কবিতার জন্য।
 
যুদ্ধটা ছিলো জন্ম নেবে সন্তান
একটি মুক্ত ভূমিতে,
যুদ্ধটা ছিলো দিগন্তজুড়ে উড়বে
লাল সবুজের ঘুড়িটা।,
যুদ্ধটা ছিলো শৃঙ্খল ভাঙ্গার।
 
যুদ্ধ,বিসর্জনে অর্জন,
বন্ধু অতনু বুকের মাঝে বুলেট নিয়ে
ভেসে গেছে জলের বুকে,
সারি সারি লাশ,জলে স্থলে,
বাতাসে ভাসে হরিদাসীর শরীর ঘিরে
হায়নাদের উল্লাস,সকিনা গৌরী আসমা
আমেনাদের বুকফাটা আর্তনাদ,
ধর্ষিতার করুন আকুতি,
মৃত্যুকুপ ঘিরে নৃত্য করে বীভৎস হায়নারা।
 
একাত্তর,লোহিত আকাশজুড়ে রক্তগঙ্গার
বহমান স্রোতধারায় জাগে একটি স্বপ্ননদী,
হরিৎবুকে লালসূর্য পতাকা,।
 
একটি যুদ্ধ,
একটি কবিতার জন্ম,
নাম তার বাংলাদেশ।

ওমেন্স নিউজ/