তাহমিনা কোরাইশীর কবিতা ‘ঘর’

তাহমিনা কোরাইশী

ঘর

ঘর শব্দটির সাথে আজকাল ঘোর বিবাদ
চার দেয়াল চারপাশ থেকে চেপে ধরে আমায়
দৌড়ে পালাই ঘর থেকে দোরে
দোর থেকে পাতাদের সংসারে
মূহ্যমান এই আমাকে
প্রাণপ্রাচুর্যে ভরিয়ে তোলে রোদ্রের ঘ্রাণ।
উদোম পায়ে শিশির ভেজা ঘাস মাড়িয়ে
যাই দূর বহু দূর
প্রাগৈতিহাসিক আদি বুনো ফুলেদের কাছে
কখনো ফিরে আসি আল পথে
শর্ষে ফুলের রঙ থেকে মৌ শুষে নিতে
প্রজাপতির হাজার রঙ ছুঁয়ে থাকে
মনের বাতিঘর।

ফিরিনি আর সেই বিরান ভিটায়
রঙহীন বর্ণ ঘিরে থাকা ঘরে
ঘরের সাথে সম্পর্ক আমার কেবলই
অর্থহীন কিছু  শব্দগুচ্ছ।
ঐ শব্দটি আর আমায় টানে না কাছে।

কবি পরিচিতি: তাহমিনা কোরাইশী একজন সফল কবি ও লেখক। কবিতা, গল্প, উপন্যাস ছাড়াও লিখেছেন অনেক শিশুতোষ লেখা। তার জন্ম ১৯৫৪ সালের ১৪ নভেম্বর এবং পৈত্রিক নিবাস-পাবনা জেলার সুজানগর উপজেলার গবিন্দপুরে। প্রকাশিত গ্রন্থ ৩০টি।

ওমেন্স নিউজ/