ছন্দা পালের দুটি কবিতা

ছন্দা পাল

মায়ের আশিষ

মাকে আমার মনে পড়ে না।
হারিয়ে গেছো সেই কোন্ কালে
বড় হয়ে উঠেছি বাবার কোলে।
আমাকে ছেড়ে,পৃথিবী ছেড়ে —
তুমি পাড়ি দিয়েছো অচিনপুরে !
তবু ভাবতে ইচ্ছে হয়, তোমার কথা
মনের মাঝে রিনরিনে ছোট্ট ব্যথা।
তোমাকে হারিয়ে অভাব বুঝিনি,
বুঝতে দেননি স্নেহময় পিতা —
কখনো কখনো ভেবেছি তোমাকে
তোমার আবছা স্মৃতি,ভাবায় আমাকে!
তোমার জন্য কোনো অনুভূতি নেই,
তোমার আশিষ হয়তো ছিল মাথায়
তাইতো আজ মা হয়ে মন ভাবায়—
সন্তানই 'শ্রেষ্ঠ সম্পদ' এই চেতনায় !
 
রবি-কবি–বিশ্বসেরা

নতুন বৌঠানের প্রীতির আঁচলে বাঁধা রবি,
বিশ্বের দরবারে শ্রেষ্ঠ কবি।
কাদম্বরী রবি ঠাকুরের খেলার সাথী —
নন্দন-কানন মাঝে কবি নতূন বৌঠানের সমব্যথী!
অবহেলে থরথর কেঁপে উঠতো হিয়া,
কত রাত বিরলে কাঁদত
অভিমানী প্রিয়া।
জীবন সাথীকে পাওয়া হয়নি জীবনে —
শুধু পেয়েছিল, রবির ভালোবাসা শূন্য মনে!
হাজার তারার মাঝে হারাতো নিজেকে,
তবু আঁকড়ে ধরেছিল একটি জ্বলজ্বলে নক্ষত্রকে!
তেতলার ছাদে নন্দন-কানন সাজিয়েছিল নিজ হাতে —
রবি ছিল তার প্রিয় বন্ধু,অন্তরের নিভৃতে!

ওমেন্স নিউজ সাহিত্য/