এখনো আইনের বাক্সে বন্দি সালমান

সালমান শাহ

দেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের অপমৃত্যু ঘটে ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর । এরপর চলে গেছে দীর্ঘ ২৭ বছর। সালমানের মামা আলমগীর কুমকুম বলেন, প্রতি বছর ৬ সেপ্টেম্বর দেশের নানা প্রান্ত থেকে সালমান ভক্তরা এসে জড়ো হন সিলেটের দাড়িয়াপাড়ার সালমান ভবনে। সালমান নেই অথচ তবুও তার ছবি আর ব্যবহৃত জিনিসপত্রগুলোর সাথে ভক্তরা সময় কাটান, এখানে খাওয়া দাওয়া করেন। এদের মাঝেই মামা কুমকুম সালমানকে খুঁজে পান।

সালমানের মৃত্যু রহস্য নিয়েও রয়েছে নানা ধোয়াশা। সালমানের মা,ছোট ভাই সহ আত্মীয়রা  পিআইবি রিপোর্ট প্রত্যাখ্যান করে আবার আইনের সহায়তা চান। এখনো সালমানের মৃত্যুজট খুলেনি। আইনের বাক্সে বন্দি এখনো সালমান। আইনের প্রতি শ্রদ্ধা রেখে সালমানের মায়ের পক্ষে ওর মামা দেশে মামলা পরিচালনা করছেন। ২৭ বছরের ক্লান্ত চোখে এখনো তিনি ন্যায় বিচারের জন্য অপেক্ষমাণ। উক্ত মামলায়  মাননীয় প্রধানমন্ত্রীর সদয়  হস্তক্ষেপ কামনা করেন সালমানের পরিবার। দীর্ঘ ২৭ বছরের অপেক্ষার অবসান হবে বলে তারা মনে করেন। অসংখ্য ভক্ত হৃদয়ে সালমান এখনো জ্বলজ্বল করছেন।

ওমেন্স নিউজ ডেস্ক/