বিবেক পালের কবিতা ‘প্রত্যাশা’

বিবেক পাল

প্রত্যাশা

স্কয়ার ফিটের সংষ্কৃতিতে
গঞ্জে শহরে আকাশ তলে
উঠোন বলে কিছু হয়না !

এ'গঞ্জে শহরের উদ্বৃত্ত চালা ঘরে
কাক শালিখ চড়ুইয়ের সংসার
বিপন্ন সবুজে !

বিষন্নতায় ডুবে আছে সময়
'চেনা দুঃখ চেনা সুখ
চেনা চেনা হাসি মুখ '
হারিয়ে যাচ্ছে প্রতি মুহূর্তে জীবন থেকে।

তবুও গল্প লিখি বাঁচবার
জানি একদিন কেটে যাবে এ' আঁধার ,
বিশ্বাসে নোঙর করছি তাই
নতুন সূর্যোদয় দেখার প্রত্যাশায় ।

কবি পরিচিতি: বিবেক পাল ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বাসিন্দা। থাকেন দার্জিলিং জেলার শিলিগুড়িতে। কবিতার সঙ্গে সখ্যতা তার শৈশব থেকে। বলতে গেলে কবিতা লেখা ও পড়া তার একমাত্র নেশা। তবে প্রচারবিমুখ এই কবি খুব বেশি পত্রিকায় লেখা দেন না। যদিও স্থানীয় কয়েকটি লিটলম্যাগে তার বেশ কিছু কবিতা ছাপা হয়েছে। পেশা জীবনে তিনি একজন ব্যবসায়ী।

ওমেন্স নিউজ সাহিত্য/