দুর্গম সুরঙ্গ পেরিয়ে
হোক না কেন কোন সুরঙ্গ দুর্গম!
যতই জটিল, নয় সুগম!
আমি যেতাম করে সে সুরঙ্গ পার।
থাকনা যতই ভীতিকর উন্মাদ,
নৃশংস কোন জল্লাদের চিৎকার।
তবুও যেতাম সে সুরঙ্গ ডিঙিয়ে,
কন্টকের ছোবলে দেহে ধিক্কার-
রক্তের ধারায় যন্ত্রণা নিয়ে অধীরতা।
তবুও যেতাম পেরিয়ে সে সুরঙ্গ!
যদি জানতাম আছে ওপারে মানবতা,
আর আছে আলোর মুক্ত বিহঙ্গ।
এপারের পায়ে বেড়ির বাঁধন পেরিয়ে,
কষ্টের দংশন আর হিংসার প্রলোভন,
মানুষত্বকে ছিনিয়ে নেবার –
সুপরিকল্পিত অদ্ভুত আয়োজন।
আমি যেতাম সেই দুর্গম সুরঙ্গ পেরিয়ে!
যদি জানতাম অন্য আরেক দিকে,
যেখানে কলুষ যাবে ধুয়ে আলোর পরশে।
কবি পরিচিতি:পুরো নাম ইসমেত জাকিয়া রহমান। কবি ও লেখক। সাহিত্যচর্চার পাশাপাশি শিক্ষকতার সাথে জড়িত। ইমিরিটাস আধ্যাপক ও গবেষক হিসাবে কাজ করছেন আয়ারল্যান্ডের লিমেরিক বিশ্ববিদ্যালয়ে।
ওমেন্স নিউজ সাহিত্য/